প্লেনিমিটারের সাহায্যে ক্ষেত্রফল নিরূপণ

প্লেনিমিটারের সাহায্যে ক্ষেত্রফল নিরূপণ – পাঠটি “সার্ভেয়িং ১” বিষয়ের “নক্শার ক্ষেত্রফল নিরূপণ” বিভাগ এর একটি পাঠ । নোঙ্গর বিন্দু নকশার বাইরে রেখে প্লেনিমিটারের সাহায্যে নিম্নের তথ্যাদি পাওয়া গেল। নক্শার ক্ষেত্রফল নির্ণয় কর। তথ্যাদিঃ প্রারম্ভিক পাঠ = 7.875, চূড়ান্ত পাঠ = 3.086, M = 10 বর্গসেন্টিমিটার, N = দুবার ঘড়ির কাঁটার দিকে

প্লেনিমিটারের সাহায্যে ক্ষেত্রফল নিরূপণ

আমরা জানি,

ক্ষেত্রফল, 4 = M (F. R – IR ± 10N + C)

= 10 (3.086-7.875 + 10 x 2 + 0)

= 152.11 বর্গসেন্টিমিটার।

 

প্লেনিমিটারের সাহায্যে ক্ষেত্রফল নিরূপণ

 

উদাহরণ-২। নক্শার ভিতরে নোঙ্গর’ বিন্দু থাকা অবস্থায় একটি নক্‌শার ক্ষেত্রফল নির্ণয়কালে নিম্নের তথ্যাদি পাওয়া গেল।

ক্ষেত্রফল নির্ণয় কর।

প্রারম্ভিক পাঠ = 9.918, চূড়ান্ত পাঠ = 4.524, M = 100 বর্গসেন্টিমিটার, C = 23.521 এবং পরিমাপকালে ডায়ালের শূন্য বিন্দুটি একবার সূচক বিন্দুকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অতিক্রম করে ।

| আমরা জানি,

ক্ষেত্রফল, A = M (FR IR 10N + C)

= 100(4.524-9.918-10 x 1 + 23.524)

= 813 বর্গসেন্টিমিটার ।

 

প্লেনিমিটারের সাহায্যে ক্ষেত্রফল নিরূপণ

 

আধুনিক ডিজিটাল প্লেনিমিটার ঃ বর্তমানে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে নকশার ক্ষেত্রফল নির্ণয়ে আধুনিক ডিজিটাল প্লেনিমিটারের ব্যবহার দেখা যায়। এগুলোর মধ্যে ‘DIGITAL PLANIMETER KP-90N এর ব্যবহার বেশ সহজ ও যন্ত্রটি নকশার নিখুঁত ক্ষেত্রফল দিয়ে থাকে । নিম্নে একটি DIGITAL PLANIMETER KP-90N এর বিভিন্নাংশ দেখানো হলো । 

এগুলোতে পাওয়ার সংযোগ, একক নির্ধারণ ও বিভিন্ন কী (Key) এর ব্যবহার নির্মাতা কর্তৃক নির্দেশিত ব্যবহারবিধি অনুযায়ী

নিম্নে নরমাল প্যাটার্নের নকশার ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতি দেয়া হলো :

(i) যে নকশার ক্ষেত্রফল নির্ণয় করা হবে তার পরিসীমায় একটি বিন্দু দিয়ে পরিমাপের প্রারম্ভ বিন্দু চিহ্নিত করতে হবে এবং ট্রেসার লেন্সের কেন্দ্রবিন্দু প্রারম্ভ বিন্দুর উপর স্থাপন করতে হবে। 

 

সার্ভেয়িং ১ সূচিপত্র
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

(ii) তারপর START key চাপ দিলে গুঞ্জন শব্দসহ ডিসপ্লেতে ডান পাশে ০ (শূন্য) এবং বাম পাশে মাপ সংখ্যা প্রদর্শিত হবে। 

(iii) ট্রেসার লেন্সের ট্রেসার বিন্দু নকশার পরিসীমা রেখার উপর দিয়ে ঘড়ির কাঁটারদিকে

 (খ) এর মতো] ঘুরিয়ে প্রারম্ভ বিন্দুতে আনতে হবে । (iv) প্রারম্ভ বিন্দুতে এনে MEMO key তে চাপ দিলে ডিসপ্লেতে গুঞ্জন শব্দসহ পরিমাপকৃত ক্ষেত্রফল প্রদর্শিত হবে। এ প্লেনিমিটারের সাহায্যে নির্মাতার প্রদত্ত নির্দেশাবলি অনুসরণ করে নকশার কোনো অংশের ক্ষেত্রফল, নকশার একাধিক অংশের পৃথক পৃথক ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল ইত্যাদি সহজে, দ্রুততম সময়ে, বিনা জটিলতায় নিখুঁতভাবে নির্ণয় করা যায়।

Leave a Comment