আজকে আমরা ড্রয়িং এনভায়রনমেন্ট সম্পর্কে আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর অন্তর্গত।

Table of Contents
ড্রয়িং এনভায়রনমেন্ট
টাইটেল বার (Title Bar) ও স্ক্রল বার (Scroll Bar )
টাইটেল বার (Title Bar):
কম্পিউটারে যে কোনো সফটওয়ার Open করলে স্ক্রিনের সবচেয়ে উপরে যেখানে ফাইলের নাম ও অবস্থান লেখা থাকে তাকে টাইটেল বার বলে ।
স্ক্রল বার (Scroll Bar):
কম্পিউটারে যে কোনো সফটওয়ার Open করলে স্ক্রিনের নিচে ও ডান পাশে দুটি বার থাকে যা দিয়ে Page উপরে-নিচে বা ডানে-বায়ে সরানো যায় তাকে স্ক্রল (Scroll) বার বলে। অনেক মাউসের মধ্যের চাকাটিও স্ক্রল ( scroll) বারের কাজ করে। তবে এটি দিয়ে বেশির ভাগ ক্ষেত্রে শুধু উপরে-নিচে বা ডানে-বায়ে সরানো যায় ।
মেনু বার (Menu bar )
কম্পিউটারে কাজ করার সময় কিছু সেটআপ-এর মাধ্যমে ড্রয়িং করার পরিবেশ বা তৈরি করে নিতে হয়। যেমন-ইউনিট ও লিমিট সেটআপ। এছাড়াও ড্রয়িং করার জন্য কিছু কমান্ড বা নির্দেশ প্রদানের প্রয়োজন হয় যা কম্পিউটারে টাইপ করে বা কিছু চিত্র বা আইকনের মাধ্যমে দেয়া হয়। কম্পিউটারে যে কোনো সফটওয়ারে কাজ করার জন্য স্ক্রিনের উপরে কিছু অপশন দেয়া থাকে যা দিয়ে উক্ত software-কে operate বা কাজ করা যায় তাকে মেনু বার (Menu bar) বলে ।
টুল বার (Tool Bar )
প্রতিটি menu তে কিছু Palette বা সাব অপশন থাকে, প্রতিটি palette এর আবার কিছু set of command বা operating tools / icon থাকে যা দিয়ে বিভিন্ন কাজ করা হয়। যেমন, Draw tool bar এর line, circle, arc, poly line যা দিয়ে বিভিন্ন Drawing অঙ্কন করা হয় যা প্রতিটি এক একটি টুল। এরূপ অনেকগুলো টুল বা set of command বা operating tools/icon যখন একটি প্যালেটে এ থাকে উক্ত প্যালেটকে একটি টুল বার বলে।
মেনু বারের একটি মেনুতে অনেকগুলো টুলবার আবার একটি টুলবারে অনেকগুলো টুল বা আইকন থাকে।
মেনু বার ও টুল বারের ব্যবহার
- মেনুবারের কাজ কম্পিউটারের যে কোন software কে operate বা উক্ত সফটওয়ারকে ব্যবহার উপযোগী করা। মেনুবার থেকেও কমান্ড দেয়া যায় বা ড্রয়িং করা যায়। সাধারণত টুল বার দিয়েই বেশি
কাজ করা হয়। - টুলবারের কাজ CAD software ব্যবহার করে ড্রয়িং করা। অর্থাৎ CAD এর সব ড্রয়িং টুল বার থেকে ক্লিক করে বা কমান্ড বারে টাইপ করেই করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে টুল বার দিয়ে কাজ করলেও অনেকে কী-বোর্ডে টাইপ করে কমান্ড দিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।
কম্পিউটারের CAD open করলে স্ক্রিনের নিচে নয়টি অপশন থাকে যেমন – SNAP, GRID, ORTHO, POLAR, OSNAP, OTRACK, DYN, LWT, এবং MODEL

গ্রিড (GRID), অর্থো (ORTHO), স্ন্যাপ এবং ওস্ন্যাপ (SNAP & OSNAP)
গ্রিড (GRID):
গ্রিডের কাজ সম্পূর্ণ এরিয়াকে দৈর্ঘ্য ও প্রস্থে সমান কতগুলো ভাগে ভাগ করা । গ্রিড অন করা থাকলে স্ক্রিনে বিন্দুর সাহায্যে প্রতিটি ভাগ বা বিভক্ত অংশগুলো দেখা যায়। অর্থাৎ বিন্দুর সাহায্যে ড্রয়িং এরিয়াটি গ্রাফ করা। গ্রিড সাধারণত গ্রাফের অনুরূপ কাজে ব্যবহার করা হয়, ডিজাইনে ও ড্রয়িং-এর স্থান বা মাপের গাইড হিসাবেও কাজ করে। গ্রিড এ ক্লিক করে বা কী-বোর্ডে F7 চেপে গ্রিড অন বা অফ করা যায়।
অর্থো (ORTHO):
এর সাহায্যে অর্থোগ্রাফিক ভিউ অঙ্কনের কাজ করা যায়। অর্থো অন বা অফ করে লাইন বা অবজেক্ট অনুভূমিক, লম্ব, বা নত (inclined) করে অঙ্কন করা যায়। অর্থোতে ক্লিক করে বা কী-বোর্ডে F8 চেপে অর্থো অন বা অফ করা যায়।
স্ন্যাপ (SNAP):
গ্রিডের প্রতিটি বিন্দুকে সিলেক্ট করার জন্য স্ন্যাপ ব্যবহার করা হয়। স্ন্যাপ এ ক্লিক করে বা কী-বোর্ডে F9 চেপে স্ল্যাপ অন বা অফ করা যায়।
ওস্ন্যাপ (OSNAP):
ওস্ন্যাপ বস্তুর বিভিন্ন বিন্দুকে সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। ওস্ন্যাপ এ ক্লিক করে বা কীবার্ডে F3 চেপে ওস্ম্যাপ অন বা অফ করা যায়। ওশ্যাপ এ ডানদিকের (Right) মাউস ক্লিক করে ড্রাফটিং সেটিং থেকে বস্তুর যে বিন্দুসমূহ সিলেক্ট করা প্রয়োজন সে সকল বিন্দুতে যেমন- end point, mid point, center, node, quadrant, perpendicular ইত্যাদিতে ক্লিক করতে হবে। এখান থেকেই গ্রিডের মাপ, স্ন্যাপ, পোলার ট্র্যাকিং, ডায়নামিক ইনপুট ইত্যাদিও সেট করা যায়।

গ্রিড (GRID), অর্থো (ORTHO), স্ন্যাপ এবং ওস্ন্যাপ (SNAP & OSNAP) ছাড়াও এই বারে আরও কিছু উপাদান রয়েছে নিম্নে তা আলোচিত হলো—
ওট্র্যাক (OTRACK):
বস্তু বরাবর লম্ব বা সোজা বিন্দু চিহ্নিত করতে সাহায্য করে। ট্র্যাক এ ক্লিক করে বা কী-বোর্ডে F11 চেপে ট্র্যাক অন বা অফ করা যায়।
DYN:
বস্তুর মাপ বা অবস্থান স্ক্রিনে কর্নারের সাথে সাথে দেখায়। DYN এ ক্লিক করে বা কী-বোর্ডে F12 চেপে DYN অন বা অফ করা যায়।
LWT:
স্ক্রিনে অঙ্কিত বস্তুর লাইন কতটা মোটা বা চিকন অর্থাৎ লাইন গভীরতা দেখায়। LWT এ ক্লিক করে একে অন বা অফ করা যায়।
MODEL:
অঙ্কিত বস্তুর প্রিন্টিং ফরমেট দেখায়। Model এ ক্লিক করলে লে-আউট (Lay-out) ফরমেট দেখা যাবে।

ড্রয়িং এরিয়া (Drawing Area) ও কমান্ড এরিয়ার (Command Area) পার্থক্য
ড্রয়িং এরিয়া | কমান্ড এরিয়া |
| ১. ড্রয়িং এরিয়াতে ড্রয়িং করা হয়। | ১. কমান্ড এরিয়াতে কাজের কমান্ড দেয়া হয় । |
| ২. কমান্ড এরিয়ার কমান্ডের উপর ড্রয়িং এরিয়ায় কি আঁকা হবে বা Display কি হবে তা নির্ভর করে। | ২. কমান্ড এরিয়াতে যা লিখা হয় কম্পিউটার সেই অনুযায়ী কাজ করে। |
| ৩. অটোক্যাডে ড্রয়িং এরিয়াতে কাজ শেষ হলে সাধারণত সম্পূর্ণ চিত্র প্রদর্শন বা Graphical Display করে। | ৩. কমান্ড এরিয়াতে কাজ শেষ হলে ফাঁকা হয়ে নতুন কমান্ড নেয়ার জন্য প্রস্তুত থাকে । |
প্রশ্নমালা
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. টাইটেল বার কী?
২. স্ক্রল বার কী?
৩. মেনু বার ও টুল যার কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্ন
১. কমান্ড এরিয়া ও ড্রয়িং এরিয়ার মধ্যে পার্থক্য লেখ।
২. ফোল্ডার কেন তৈরি করা হয়?
রচনামূলক প্রশ্ন
১. মেনু বার ও টুল বার-এর ব্যবহার বর্ণনা কর ।
২. গ্রিভ এবং ভ্যাপ-এর ব্যবহার বর্ণনা কর।
৩. ওট্র্যাক ও অর্থো-এর কাজ বর্ণনা কর।

