শিকল খোলা ও ভাঁজ করা

শিকল খোলা ও ভাঁজ করা – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” এর “শিকল জরিপে ব্যবহৃত মুখ্য মন্ত্ৰপাতি” পাঠ এর অংশ।

 

শিকল খোলা ও ভাঁজ করা | শিকল জরিপে ব্যবহৃত মুখ্য মন্ত্ৰপাতি | সার্ভেয়িং ১

 

শিকল খোলা ও ভাঁজ করা

ভাঁজ করা শিকল খুলতে (Unfolding) হলে প্রথমে মাটিতে রেখে এই চামড়ার বেকের বেশি কাশির স্বাধন খুলে নিতে হবে। এরপর বাম হাতে শিকলের হাতল দু’টি শক্ত করে ধরে ডান হাতে শিকলের বাকি পুরো অংশটুকু একত্রে ধরে তুলে সামনের দিকে মুক্তভাবে ছুঁড়ে দিতে হবে এবং অগ্রগামী (Leader) একটি হাতল ধরে সামনের দিকে অগ্রসর হবে (যতক্ষণ পর্যন্ত শিকল পুরো দৈর্ঘ্যে প্রসারিত না হয়)। এ সময় শিকলের লিংকে বক্রতা, গিট ইত্যাদি আছে কি না তাও দেখে নিতে হবে। এই কাজও শিকল খোলার অংশ। কার্যক্ষেত্রে কাজ শেষে শিকল ভাঁজ (folding) করে নিতে হয়।

ভাঁজ করা শিকলকে বাঁধনের পর অনেকটা শস্যের আঁটির মতো মনে হয়। ভাঁজ করার জন্য শিকলের মাঝখান হতে একত্রে দু’জোড়া লিংক ডান হাতে নিয়ে বাম হাতে একটু আড়াআড়িভাবে রাখতে হবে এবং ভাঁজ করা শেষে চামড়ার বেল্ট বা রশি দিয়ে মাঝখান বরাবর বাঁধতে হবে। এ কাজকে চেইন করা (doing chain) বলা হয় ।

 

শিকল খোলা ও ভাঁজ করা | শিকল জরিপে ব্যবহৃত মুখ্য মন্ত্ৰপাতি | সার্ভেয়িং ১

 

ভূ-পৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন বস্তুর প্রকৃত অবস্থান আপেক্ষিক উচ্চতা দিক, রৈখিক ও কৌনিক দূরত্ব পরিমাপের মাধ্যমে একটি স্কেল অনুসরণ করে সমতল কাগজে উপস্থাপন করার পদ্ধতিকে জরিপ বলে।জরিপ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ভূগোলবিদদের নিকট এর গুরুত্ব অপরিসীম। প্রত্যেক দেশে সরকারী পর্যায়ে ‘জরিপ বিভাগ’ বলে একটি কার্যালয় দাতাদের কাজ হল দেশের সীমারেখা নির্ধারণ করা, প্রতিবেশী দেশের সাথে সীমারেখা নিয়ে কোন সমস্যা সৃষ্টি হলে তা নিরসন করা, দেশের জন্য সময়ে সময়ে ভূমি জরিপের মাধ্যমে মৌজা, ভূ-সংস্থানিক মানচিত্র তৈরী, নতুন তথ্য পুরাতন মানচিত্রে সংযোজন ইত্যাদি পরিচালনা করা।

 

শিকল খোলা ও ভাঁজ করা | শিকল জরিপে ব্যবহৃত মুখ্য মন্ত্ৰপাতি | সার্ভেয়িং ১
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

 

জরিপ কার্যকে জরিপ কার্যের সূক্ষতা, ধরন ও উদ্দেশ্য ব্যবহৃত পদ্ধতি এবং যন্ত্রপাতি প্রভৃতির উপর নির্ভর করে শ্রেণীবিন্যাস করা হয়।

Leave a Comment