শিকল যাচাই ও সমন্বয়করণ

শিকল যাচাই ও সমন্বয়করণ – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” এর “ব্যবহারিক” পাঠ এর অংশ।

শিকল যাচাই ও সমন্বয়করণ | ব্যবহারিক | সার্ভেয়িং ১

শিকল যাচাই ও সমন্বয়করণ

আই.এস (IS) বিনির্দেশ অনুযায়ী পরিমাপকালে পুরো দৈর্ঘ্যের শিকল ৪ (আট) কেজি (80 নিউটন) টানে 200 সেন্টিগ্রেড তাপমাত্রায় আদর্শায়িত একটি স্টিল বেন্ড বা টেপ এর সাথে যাচাই করতে হয়। এতে অনুমোদিত সীমিত ত্রুটির পরিমাণ 20 মিটার শিকলে °5 মিলিমিটার এবং 30 মিটার শিকলে ° ৪ মিলিমিটার। শিকল যাচাই ও সমন্বয়করণ প্রতি মিটারেই করা উচিত এবং এক্ষেত্রে অনুমোদিত ত্রুটির সীমা ° 2 মিলিমিটারের অধিক গ্রহণীয় নয়। শিকল যাচাই দু’নিয়মে করা হয়ে থাকে।

(ক) দাপ্তরিক আদর্শায়িত যাচাই (Official standard test)

(খ) মাঠে বা কার্যক্ষেত্রে আদর্শায়িত যাচাই (Field standard test)।

 

(ক) দাপ্তরিক আদর্শায়িত যাচাই :

গ্রানাইট বেসের প্লাটফর্মে প্রতি 5 মিটার চিহ্নিত স্থানে ব্রাসের পাত ভূমির সমতলে বসিয়ে এবং উভয় প্রান্তে (20 বা 30 মিটার আদর্শ দৈর্ঘ্য) ব্রাসের ব্লকের ভিতরের দিক উল্লম্বভাবে বসিয়ে দেয়া হয়। 5 মিটার দূরত্ব জ্ঞাপক ব্রাসের পাতে দূরত্ব চিহ্নিতকরণে পাতের উপর ক্রস (x) চিহ্ন দেয়া থাকে।

শিকলের উভয় প্রান্তের ব্রাস ব্লকদ্বয়ের ভিতরের কিনারাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 20 মিটার বা 30 মিটার। তা ছাড়া সকল সার্ভে হেড কোয়ার্টারে শিকল যাচাইয়ের জন্য লোহার রেল বসিয়ে বা পাকা প্লাটফর্মে দাগ দিয়ে আদর্শ মাপের শিকল দৈর্ঘ্য (প্রতি একক দৈর্ঘ্যের দাগসহ) চিহ্নিত করা থাকে। এগুলোকে শিকল যাচাইয়ের আদর্শ গেজ বলা হয়।

 

(খ) মাঠে বা কার্যক্ষেত্রে আদর্শায়িত যাচাই :

এক্ষেত্রে সমতল ভূমিতে আদর্শায়িত স্টিল বেন্ড বা ইনভার টেপ দিয়ে শিকল যাচাই গেজ তৈরি করে নেয়া হয়। তা ছাড়া উপযোগী অবস্থা পাওয়া গেলে দীর্ঘ সমতল পাকা বারান্দা বা ইমারতের প্লিন্থে যাচাই গেজ তৈরি করা উত্তম।

 

যন্ত্রপাতি :

১। শিকল (যা যাচাই করা হবে)

২। আদর্শায়িত স্টিল টেপ বা ইনভার টেপ

৩। অ্যারো

৪ । শিকলের রিং (প্রয়োজনে শিকলে সংযোগের জন্য)

৫। হাতুড়ি

৬। কাঠের খুঁটি (লম্বা 30 সেমি হতে 35 সেমি)

 

কাজের ধারা :

মাঠে যাচাইয়ের জন্য- একখণ্ড বাধা বা প্রতিবন্ধকতামুক্ত সমতল ভূমি (যার দৈর্ঘ্য 1 শিকলের অধিক) নির্বাচন করতে হবে। নির্বাচিত ভূমিতে আদর্শায়িত স্টিল টেপ বা ইনভার টেপ দিয়ে শিকল দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়ে উভয় প্রান্তের হাতলের বাইরের পৃষ্ঠ স্পর্শ করে কাঠের খুঁটি বসাতে হবে (অর্থাৎ উভয় খুঁটির ভিতরের পৃষ্ঠ হতে ভিতরের পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব 1 শিকল) এবং প্রতি 10 লিংক বা ক্ষেত্র অনুযায়ী 5 মিটার পর পর অ্যারো বসাতে হবে।

এবার যাচায়ের জন্য নির্ধারিত শিকলটির রিং এর ভিতরের কাদা, প্যাচ লাগা, গিট (knot) ইত্যাদি যদি থাকে তবে তা স্বাভাবিকভাবে অপসারণ করে নিয়মতান্ত্রিকভাবে শিকলটিকে দু’ হাতলে ধরে স্বাভাবিক টানে মাটিতে পোঁতা দু’ খুঁটির ভিতরের পৃষ্ঠের সাথে হাতলের বাইরের পৃষ্ঠ মিলাতে হবে। যদি শিকলের হাতলদ্বয়ের বাইরের পৃষ্ঠ স্বাভাবিক টানে খুঁটিদ্বয়ের ভিতরের পৃষ্ঠের সাথে মিলে যায়, তবে শিকলটি সঠিক দৈর্ঘ্যে আছে বিধায় তার সমন্বয়করণের দরকার নাই। আর যদি শিকলটির দৈর্ঘ্য দু’খুঁটির মাঝের দৈর্ঘ্য অপেক্ষা কম হয় তবে শিকলটির দৈর্ঘ্য এর প্রকৃত দৈর্ঘ্য হতে ছোট, আর যদি বেশি হয় তবে শিকলটির দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা বড়। এক্ষেত্রে লক্ষণীয় যে, শিকলের দৈর্ঘ্য যাচাইকালে প্রতি 10 লিংক দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্যে আছে কি না তা দেখতে হবে।

 

প্লেন টেবিল জরিপের উদ্দেশ্য ও আওতা
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

যদি শিকলটি ছোট বা বড় থাকে তবে ক্ষেত্র অনুযায়ী প্রতি 10 লিংক বা 5 মিটার করে ধারাবাহিকভাবে প্রকৃত দৈর্ঘ্যে আনতে সমন্বয়ন করতে হবে।  জরিপের সূক্ষ্মতার মাত্রা অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে শিকলের প্রতি মিটার বা অনুরূপ দৈর্ঘ্যের জন্যও সমন্বয়ন করতে হতে পারে । দাপ্তরিক আদর্শায়িত যাচাইয়ের ক্ষেত্রে ধাপ (৩) হতে (৫) করতে হবে। ৭। শিকল সমন্বয় করার পর ধাপ (৩) অনুসরণে পুনঃযাচাই করে নিতে হবে এবং প্রয়োজনে সমন্বয় করতে হবে। এ কাজ একাধিকবার করার প্রয়োজন হতে পারে।

 

সমন্বয়করণ :

(i) শিকলের সমন্বয়ন কাজ শিকলের দৈর্ঘ্যের মধ্যবিন্দু হতে উভয় দিকে সমতালে ধারাবাহিকভাবে (ক্ষেত্র অনুযায়ী 10 লিংক বা 5 মিটার দৈর্ঘ্য) প্রকৃত দৈর্ঘ্যে আনতে হবে।

(ii) (ক) শিকলের দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য হতে কম হলে

(১) বাঁকা লিংক সোজা করতে হবে (যদি থাকে)।

(২) ছোট রিং খুলে অপেক্ষাকৃত বড় রিং লাগাতে হবে ।

(৩) বৃত্তাকার রিং পিটিয়ে উপবৃত্তাকার করে দিতে হবে।

(৪) ধাপ (১) হতে (৩) করার পরও দরকার হলে নতুন রিং যথাযথ স্থানে লাগাতে হবে।

. (খ) যদি শিকলের দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা বড় হয় –

(১) উপবৃত্তাকার রিং পিটিয়ে বৃত্তাকার করে দিতে হবে। (২) রিং এর জোড়ার ফাঁক পিটিয়ে বন্ধ করে দিতে হবে (যদি থাকে)।

(৩) বড় রিং বদলিয়ে অপেক্ষাকৃত ছোট রিং লাগাতে হবে ।

(৪) ক্ষয়প্রাপ্ত রিং বদলাতে হবে ।

(৫) ধাপ করার পরও দরকার হলে যথাযথ স্থান হতে রিং কত সিং খুলে ফেলতে হবে।

 

শিকল যাচাই ও সমন্বয়করণ | ব্যবহারিক | সার্ভেয়িং ১

 

সতর্কতা :

১। শিকলের বিভিন্নাংশের দৈর্ঘ্যের প্রতি লক্ষ রেখে শিকল সমন্বয় করা আবশ্যক কর্তব্য অন্যথায় পরিমাপে বৃহৎ ভুলের সম্ভাবনা অধিক।

২। শিকলের একক দৈর্ঘ্যে (5 মিটার, 10 লিংক ইত্যাদি) সমতা যথাযথ রেখে শিকল সমন্বয় করতে হবে।

৩। শিকল সমন্বয়নে যথাযথ অংশে সমন্বয় করতে হবে।

৪। শিকল যাচাইকালে অধিক বা কম টানে শিকল আদর্শায়িত গেজ এর সাথে মিশানোর চেষ্টা করা যাবে না (যা সচরাচর করার প্রবণতা দেখা যায়)।

Leave a Comment