লিনেন, স্টিল ও ইনভার টেপের ব্যবহার – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” এর “শিকল জরিপে ব্যবহৃত মুখ্য মন্ত্ৰপাতি” পাঠ এর অংশ।

Table of Contents
লিনেন, স্টিল ও ইনভার টেপের ব্যবহার
জরিপ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ভূগোলবিদদের নিকট এর গুরুত্ব অপরিসীম। প্রত্যেক দেশে সরকারী পর্যায়ে ‘জরিপ বিভাগ’ বলে একটি কার্যালয় দাতাদের কাজ হল দেশের সীমারেখা নির্ধারণ করা, প্রতিবেশী দেশের সাথে সীমারেখা নিয়ে কোন সমস্যা সৃষ্টি হলে তা নিরসন করা, দেশের জন্য সময়ে সময়ে ভূমি জরিপের মাধ্যমে মৌজা, ভূ-সংস্থানিক মানচিত্র তৈরী, নতুন তথ্য পুরাতন মানচিত্রে সংযোজন ইত্যাদি পরিচালনা করা।
লিনেন টেপের ব্যবহার :
১। এ টেপ সাহায্যকারী বা অপ্রধান পরিমাপ যেমন— অফসেট এবং টাই লাইন (tie line) পরিমাপে ব্যবহৃত হয়। ২। যেহেতু এ টেপ আর্দ্রতায় আক্রান্ত হয়, তাই নিখুঁত মাপের জন্য ব্যবহার না করে সাধারণ পরিমাপের জন্য এটি ব্যবহার করা যেতে পারে।

স্টিল টেপের ব্যবহার :
১। এ টেপে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার ও মিটারে দাগকাটা থাকে বিধায় নিখুঁত পরিমাপের ক্ষেত্রে এ টেপ ব্যবহার
করা হয় ২। এ টেপ বিভিন্ন দৈর্ঘ্যের পাওয়া যায় বিধায় ছোটখাটো পরিমাপ ও বৃহৎ পরিমাপ সবক্ষেত্রেই ব্যবহার করা যায়। ৩। শিকলের তুলনায় সূক্ষ্ম পরিমাপ গ্রহণের জন্য এ টেপ জরিপ কাজেও ব্যবহার করা যায়।
৪। এতদভিন্ন বিভিন্ন প্রকৌশল কার্যের পরিমাপ গ্রহণেও এ টেপ ব্যবহৃত হয়ে থাকে।

ইনভার টেপের ব্যবহার :
১। এ জাতীয় টেপের তাপীয় প্রসারাঙ্কের মাত্রা নগণ্য বিধায় ভিত্তি রেখার পরিমাপ নেয়ার জন্য এ টেপ ব্যবহৃত হয়।
২। এ টেপ খুবই নিখুঁত ও সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়।


