অপটিক্যাল স্কয়ার নিরীক্ষা ও সমন্বয়

অপটিক্যাল স্কয়ার নিরীক্ষা ও সমন্বয় – পাঠটি “সার্ভেয়িং ১”অপটিক্যাল স্কয়ার” বিভাগ এর একটি পাঠ । নথিভুক্ত ইতিহাসের শুরু থেকেই মানব পরিবেশের উন্নয়নে জরিপ একটি উপাদান। বেশিরভাগ নির্মাণের পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য এটি প্রয়োজন। এটি পরিবহন, যোগাযোগ, ম্যাপিং এবং জমির মালিকানার আইনি সীমানার সংজ্ঞায়ও ব্যবহৃত হয় এবং এটি অন্যান্য অনেক বৈজ্ঞানিক শাখায় গবেষণার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।

 

অপটিক্যাল স্কয়ার নিরীক্ষা ও সমন্বয় | শিকল জরিপে ব্যবহৃত মুখ্য মন্ত্ৰপাতি | সার্ভেয়িং ১

অপটিক্যাল স্কয়ার নিরীক্ষা ও সমন্বয় | অপটিক্যাল স্কয়ার | সার্ভেয়িং ১

(ক) সমতল ভূমিতে যথাযথভাবে পঙক্তিকৃত শিকল ‘রেখা ACB এর C বিন্দুতে অপটিক্যাল স্কয়ার যন্ত্রটি অনুভূমিকভাবে ধরে A বিন্দুতে উল্লম্বভাবে পোঁতা রেঞ্জিং রডটি দিকচক্রবাল আয়নার পারাহীন অংশে দেখতে হবে এবং সহকারীর মাধ্যমে ACB শিকল ‘রেখার এক পাশে a বিন্দুতে অপর একটি রেঞ্জিং রড উল্লম্বভাবে পুঁততে হবে যেন উক্ত আয়নায় a বিন্দুর রেঞ্জিং রডের প্রতিবিম্ব (পারামণ্ডিত অংশে) ও A বিন্দুর রেঞ্জিং রড (পারাহীন অংশে) একই সরল রেখায় দেখা যায়। অর্থাৎ aC রেখা ACB রেখার উপর লম্ব হবে।

 

অপটিক্যাল স্কয়ার নিরীক্ষা ও সমন্বয় | শিকল জরিপে ব্যবহৃত মুখ্য মন্ত্ৰপাতি | সার্ভেয়িং ১

 

(খ) এখন C বিন্দুতেই যন্ত্রটিকে উল্টিয়ে ধরে বিপরীত দিকে এসে B বিন্দুর রেঞ্জিং রডের দিকে তাকিয়ে যদি দেখা যায় যে, দিকচক্রবাল আয়নায় a বিন্দুর রেঞ্জিং রডের প্রতিবিম্ব (পারামণ্ডিত অংশে) ও B বিন্দুয় রেঞ্জিং রড (পারাহীন অংশে) একই সরল রেখায় দেখা যায় তবে বুঝা যাবে যন্ত্রটি ঠিক আছে এবং এর সমন্বয়নের প্রয়োজন নাই ।

 

অপটিক্যাল স্কয়ার নিরীক্ষা ও সমন্বয় | শিকল জরিপে ব্যবহৃত মুখ্য মন্ত্ৰপাতি | সার্ভেয়িং ১
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

(গ) যদি a বিন্দুর রেঞ্জিং’ রডের প্রতিবিম্ব ও B বিন্দুর রেঞ্জিং রড দিকচক্রবাল আয়নায় একই সরল রেখায় না মিলে তবে সহকারীর মাধ্যমে আর একটি রেঞ্জিং রড b বিন্দুতে (চিত্র : ৪.৩) উল্লম্বভাবে পুঁততে হবে যেন b বিন্দুর রেঞ্জিং’ রডের প্রতিবিম্ব ও B বিন্দুর রেঞ্জিং রড দিকচক্রবাল আয়নায় একই সরল রেখায় দেখা যায় । অর্থাৎ bC রেখা ACB রেখার C বিন্দুতে লম্ব হবে। এ অবস্থায় যন্ত্রটি ঠিক নেই। এর সমন্বয়নের দরকার আছে ।

(ঘ) সমন্বয়ন ঃ এবার a ও b বিন্দুর মধ্যস্থলে ‘d’ বিন্দুতে রেঞ্জিং রড যথার্থভাবে উল্লম্ব অবস্থায় পুঁতে বক্সের উপরের ছিদ্রপথে চাবির সাহায্যে সূচক আয়না সমন্বয়ন করে d বিন্দুর রেঞ্জিং’ রডের প্রতিবিম্ব ও A বিন্দুর বা B বিন্দুর রেঞ্জিং রড দিকচক্রবাল আয়নায় একই সরল রেখায় আনতে হবে এবং (ক), (খ) ও (গ) ধাপে বর্ণিত পদ্ধতিতে যাচাই করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত যন্ত্রটি ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত (ঘ) ধাপে বর্ণিত পদ্ধতিতে সমন্বয়ন করতে হবে।

Leave a Comment