আর্কিটেকচারে মেনুবার

আজকে আমরা আর্কিটেকচারে মেনুবার সম্পর্কে আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর অন্তর্গত।

 

আর্কিটেকচারে মেনুবার

 

আর্কিটেকচারে মেনুবার

মেনুবার (Menu bar) -এর component

মেনুবার (Menu bar)-Windows operating system-এর কিছু List of option বা Component যা দিয়ে CAD বা যে কোনো software কে operate করা বা কাজ করা যায়। মেনুবারের মধ্যেই সকল টুলসমূহ থাকে যা দিয়ে ড্রয়িং ও এর যাবতীয় কাজ করা যায় ।

Auto CAD মেনু বার (Menu bar) এ ১২ টি List of Option থাকে যেমন –

১. File (ফাইল)

২. Edit (অডিট)

৩. View (ভিউ)

8. Insert (ইনসার্ট)

৫. Format (ফরম্যাট)

৬. Tools (টুলস)

৭. Draw (ড্র)

৮. Dimension (ডাইমেনশন)

৯. Modify (মডিফাই)

১০. Window (উইন্ডো)

১১. Express (এক্সপ্রেস)

১২. Help (হেল্প)

 

আর্কিটেকচারে মেনুবার
Auto CAD মেনু বার ও এর কম্পোনেন্ট বা List of Option

 

View Format, Tools ইত্যাদির কাজ

 File মেনু

  • ফাইল মেনুর সাহায্যে নতুন ফাইল তৈরি, সেভ, সেভ অ্যাজ,
  • পুরাতন ফাইল ওপেন, ফাইল ক্লোজ,
  •  প্রিন্ট, পেজ সেটআপ, ইমপোর্ট, এক্সপোর্ট ইত্যাদি ফাইল সংক্রান্ত যাবতীয় কাজ করা যায়।

 Edit মেনু

  •  এই মেনুর সাহায্যে অঙ্কিত কাজ undo, rodo,
  • অঙ্কিত কাজের অংশ বা কাজ cut, copy, paste ইত্যাদি ফাইল সম্পাদনা সংক্রান্ত যাবতীয় কাজ করা যায়।

View মেনু

  • এই মেনুর সাহায্যে অঙ্কিত বস্তুকে জুম করে ছোট-বড় করা বা ডানে-বামে সরানো,
  • স্ক্রিনকে করেকটি ভাগে ভাগ করা,
  • বস্তুর আইসোমেট্রিক ভিউ দেখা,
  •  বস্তুকে বিভিন্নভাবে অরবিটের সাহায্যে ঘুরিয়ে দেখা,
  • শেড শ্যাডো, রেন্ডার করা ও
  • টুলবার তৈরি ও সমন্বয় ইত্যাদি করা যায়।

Insert মেনু

  •  এই মেনুর সাহায্যে অন্য ফাইলে অঙ্কিত বস্তুকে ইম্পোর্ট করা,
  • ব্লক আনা, এক্স-রেফারেন্স করা,
  • অন্য ফাইলের বস্তু বা টেক্সট এর সাথে হাইপারলিংক,
  •  উইন্ডো মেটাফাইল তৈরি-ইত্যাদি কাজ করা হয়।

 

সার্ভেয়িং ১ সূচিপত্র

 

Format মেনু

  • এই মেনুর সাহায্যে লেয়ার তৈরি ও লেয়ার নিয়ন্ত্রণের যাবতীয় কাজ,
  • লাইন টাইপ, লাইন থিকনেস,
  • অক্ষরের ধরন বা টাইপ, মাপাঙ্ক লিখা ও তার ধরন,
  • ইউনিট ও ড্রয়িং লিমিট ইত্যাদি- সেটআপ করা যায়।

 Tools মেনু

  • ভ্রু এই মেনুর সাহায্যে ড্রয়িং ফাইলের অক্ষরের বানান বা অর্থ নিরীক্ষা (Spell checking) করা,
  • ড্রয়িং-এর বিভিন্ন অংশ একটির উপরে একটি অঙ্কিত হলে প্রাধান্য অনুযায়ী কোনটি আগে পরে হবে তা নির্ধারণ করা,
  • মাপ-এরিয়া ইত্যাদি অনুসন্ধান,
  • বস্তুর ধর্ম বা গুণ, ডিজাইন সেন্টার,
  • ক্যালকুলেটর, ইউসিএস আইকন,
  • ড্রাফটিং সেটিং, অপশন থেকে যাবতীয় টুল সেটিং ইত্যাদি কাজ করা যায়।

 

আর্কিটেকচারে মেনুবার

 

Draw, Dimension, Modify ইত্যাদির কাজ

Draw মেনু

  • এই মেনুর সাহায্যে যে কোনো ধরনের ড্রয়িং (লাইন, বৃত্ত, পলি লাইন, পলিগন, রেক্টেঙ্গেল ইত্যাদির সাহায্যে) করা,
  • ব্লক ও টেবিল তৈরি,
  • হ্যাচ দেয়া, অক্ষর লিখা,
  •  সারফেস তৈরি, সলিড তৈরি ইত্যাদি ড্রাফটিং ও ডিজাইনের সকল প্রকার অঙ্কনের কাজ করা হয়।

Modify মেনু

  •  এই মেনুর সাহায্যে অঙ্কিত ড্রয়িংকে প্রয়োজনমত পরিবর্তন করা যায় ।
  • যেমন-ইরেজ, কপি, মুভ, মিরর, স্ট্রেচ, স্কেল, রোটেট, অ্যারে, ট্রিম,
  • চ্যাম্ফার, ফিলেট, এক্সটেন্ড, অফসেট,
  • ব্রেক, সলিড এডিটিং-ইত্যাদির সাহায্যে অঙ্কিত ড্রয়িংকে সঠিকভাবে অঙ্কন ও অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা বা সংশোধন করা যায় ।

Dimension মেনু

  • এই মেনুর সাহায্যে ড্রয়িং-এর যে কোনো বস্তুর বা অংশ বিশেষের সকল প্রকার মাপ রেখা ও মাপাঙ্ক লিখা হয় এবং মাপসমূহের প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন করা যায়।
  • মাপসমূহ সোজা, নত, বৃত্তাকার, ব্যাসার্ধ, কোণ, অবিচ্ছিন্ন মাপ, ইত্যাদি বিভিন্ন প্রকারের হতে পারে ।
  •  মাপসমূহ অ্যালাইনমেন্ট করা, মাপাঙ্কের ধরনও পরিবর্তন করা যায়।

Window মেনু

  • এই মেনুর সাহায্যে ফাইল বন্ধ বা Close, সেভ অপশন,
  • ফাইল লক, ফাইলের ড্রয়িং বা অক্ষর লক করে লুকিয়ে বা Hide করে রাখা যায়।

Help মেনু

  • এই মেনুর সাহায্যে সফটওয়্যার সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যায়।

 

আর্কিটেকচারে মেনুবার

 

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. মেনু বার-এর বিভিন্ন কম্পোনেন্ট-এর নাম লেখ?

২. এডিট মেনুর কাজ কী ?

৩. মেনু বারের ফাইলের ওপেন এবং নিউ অপশনের কাজ লেখ।

সংক্ষিপ্ত প্রশ্ন

১. মডিফাই ও এডিট মেনুর মধ্যে পার্থক্য লেখ।

২. লিনিয়ার ও কন্টিনিউয়াস ডাইমেনশন টুলস-এর পার্থক্য কি?

রচনামূক প্রশ্ন

১. মেনু বার-এর বিভিন্ন অপশন বা কম্পোনেন্ট-এর কাজ সংক্ষেপে বর্ণনা কর ।

২. ফরমেট মেনুর কাজ বর্ণনা কর।

Leave a Comment