ইমারত সংক্রান্ত ড্রয়িং

আজকে আমাদের আলোচনার বিষয় ইমারত সংক্রান্ত ড্রয়িং। এই পাঠটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, এসএসসি পর্যায়ের, ভোকেশনাল ডিসিপ্লিনের “আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১” বিষয়ের একটি পাঠ।

ইমারত সংক্রান্ত ড্রয়িং

একটি কাঠামো নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য বিভিন্ন প্রকার ড্রয়িং করা প্রয়োজন হয়। প্রথমেই স্থাপত্যিক ড্রয়িং করা হয় অতঃপর এর কাঠামো বা স্ট্রাকচারাল ড্রয়িং, গ্লাসিং, ইলেকট্রিক্যাল ও অন্যান্য ড্রয়িং করা হয়।

স্থাপত্যিক ড্রয়িং (Architectural Drawing)

স্থাপত্যিক ডিজাইনে ও ড্রাফটিং-এ যে সকল ড্রয়িং বা ড্রয়িং-এর সেট প্রস্তুত করা হয় যেমন— প্ল্যান, এলিভেশন লেকশন ইত্যাদি ড্রয়িং এবং ড্রয়িং-এর সেটকে স্থাপত্যিক ড্রয়িং বলে।

স্থাপত্যিক ড্রয়িং সেট-এ নিম্ন ড্রয়িং-এর সেটসমূহ থাকে:

  • প্রিলিমিনারি বা প্রাইমারি (প্রাথমিক) ড্রয়িং (Preliminary or Primary
  • প্রেজেন্টেশন ড্রয়িং (Presentation Drawing)
  • ওয়ার্কিং ড্রয়িং (Working Drawing)
  • ডিটেইল ড্রয়িং (Detail Drawing)

বিভিন্ন প্রকার ড্রয়িং-এর চিত্রসহ বর্ণনা নিম্নরূপ

প্রিলিমিনারি (প্রাথমিক) ফরিং (Preliminary or Primary Drawing)

স্থাপত্যিক ডিজাইনের প্রাথমিক অবস্থার নকশা করার জন্য যে সকল ড্রয়িং করা হয় এটি মূলত রাফ স্কেচ। প্রাথমিক অলটারনেটিভ বা কিছু নকশা থেকে একটি নির্বাচন করে তার প্রেজেন্টেশন ড্রয়িংসমূহ প্রস্তুত করা হয়। সাধারণত গ্রাফ কাগজে বা লাইন স্কেচ করা হয় কিংবা ১৪১০০ স্কেলে করা হয়। প্ল্যান, এলিভেশন ও মুক্তদন্তে পার্সপেক্টিভ দৃশ্য বা যে কোনো 3D একে স্টাডি করা হয়।

 

ইমারত সংক্রান্ত ড্রয়িং

 

প্রেজেন্টেশন ড্রয়িং (Presentation Drawing) :

ডিজাইনের প্রাথমিক অবস্থায় ক্লায়েন্টকে বা মক্কেলকে নকশা দেখানোর বা তার অনুমাদেনের জন্য যে সকল ড্রয়িং করা হয়। তাকে প্রেজেন্টেশন ড্রয়িং (Presentation Drawing) বলে। এটি মূলত রাফ ক্ষেচ থেকে চূড়ান্ত পর্যায়ে আনা। অলটারনেটিভ বা বিকল্প ড্রয়িং থেকে প্রয়োজনীয় শুদ্ধ বা পরিবর্তন করে একটি নির্বাচন করে তার পরবর্তী ড্রয়িংসমূহ প্রস্তুত করা হয়।

  • সাধারণত ১৪১০০ ছেলে করা হয়। রেন্ডারিংসহ প্ল্যান, আসবাৰ সদা, এলিভেশন, প্রয়োজনীয় সেকশন ও পার্সপেক্টিভ দৃশ্য বা যে কোনো 3D (iso- metric or axonometric view) একে দেখানো হয়।

 

ইমারত সংক্রান্ত ড্রয়িং

চিত্র: প্রেজেন্টেশন ড্রয়িং

ওয়ার্কিং ড্রয়িং (Working Drawing)

স্থাপত্যিক ডিজাইন অনুযায়ী কাঠামো নির্মাণের সময় মাঠ পর্যায়ে কাজ করার জন্য পূর্ণাঙ্গ মাপসহ যে সকল দ্রয়িং করা হয়। তাকে ওয়ার্কিং ফ্লরিং (Working Draw- ing) বলে।

  • সাধারণত ১:৫০ খেলে করা হয় । প্ল্যান, এলিভেশন, সেকশন ইত্যাদি পূর্ণ মাপসহ ড্রয়িং করা হয়। প্রয়োজনে শর্টনোট বা সংক্ষিপ্ত টীকা (Short Note) সমূহ লিখতে হবে।

 

ইমারত সংক্রান্ত ড্রয়িং

চিত্র: ওয়ার্কিং ড্রয়িং (Working Drawing)

ডিটেইল ড্রয়িং (Detaill Drawing)

অপেক্ষাকৃত জটিল অংশসমূহ যা ওয়ার্কিং ড্রয়িং-এ দেখানো যায় না বা একটু বড় ফেলে করে মাপ দেখানোর দরকার হয় সে সকল প্রয়িংকে ভিটেট রিং (Detail Drawing) বলে।

  • সাধারণত ১৪১০ বা ১:২০ ছেলে করা হয়। সিড়ি, দরজা-জানালার চৌকাঠ, রেলিং, সানশেড, মোল্ডিং, কাঠের জয়েন্ট ইত্যাদি কাজে ডিটেইল ড্রয়িং করা হয়।

 

ইমারত সংক্রান্ত ড্রয়িং

চিত্র: বিভিন্ন ডিটেইল ড্রয়িং (Detail Drawing)

চারার (Structural Draing) কাঠামো নির্মাণ করে স্ট্রাকচারাল ডিজাইনের জন্য যে সকল ড্রয়িং বা ড্রয়িং এর সেট প্রস্তুত করা হয় যেমন— লে আউট প্ল্যান, ট্রেঞ্চ-প্ল্যান, কলাম ডিটেইল, বিষ সেকশন ইত্যাদি ড্রয়িং-এর সেটকে স্ট্রাকচারাল ি বলে। অর্থাৎ পুরকৌশলগত কাজের ড্রয়িংসমূহকে স্ট্রাকচারাল ড্রয়িং বলে। সাধারণত ১৪৫০ ক্ষেত্রে করা হয়। কিন্তু ডিটেইলসমূহ ১:২০ অথবা ১৪১০ খেলে করা হয় ।

একটি ভবনের স্ট্রাকচারাল ড্রয়িং সেটএ নিম্নোক্ত প্রয়িংসমূহ থাকে।

  • লে আউট প্ল্যান (Layout Plan )
  • ট্রেঞ্চ প্ল্যান (Trench Plan )
  • ফুটিং ডিটেইল ( Footing Detail)
  • পাইল ডিটেইল (Pile Detail)
  • কলাম ডিটেইল (Column Detail)
  • বীম ডিটেইল (Beam Detail)
  • স্টেয়ার ডিটেইল (Stair Detail)
  • স্ল্যাব ডিটেইল (Slab Detail )
  • আন্ডার গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার (Under Ground Water Reservoir)
  • ওভারহেড ওয়াটার রিজার্ভার (Over Head Water Reservoir)
  • সেপটিক ট্যাংক (Septic Tank)

প্লাম্বিং ড্রয়িং (Plumbing Drawing)

কাঠামো নির্মাণে পানি সরবরাহ বা পয়ঃনিষ্কাশনের সংক্রান্ত যে সকল ড্রয়িং বা ড্রয়িং-এর সেট প্রস্তুত করা হয় যেমন: টয়লেট ডিটেইল, কিচেন ডিটেইল, প্লাম্বিং লে আউট, রুফ ড্রেনেজ, ইত্যাদি ড্রয়িং-এর সেটকে প্লাম্বিং ড্রয়িং (Plumbing Drawing) বলে। অর্থাৎ পুরকৌশলগত কাজের পানি সরবরাহ বা পয়ঃনিষ্কাশনের সংক্রান্ত ড্রয়িংসমূহকে প্লাম্বিং ড্রয়িং বলে। সাধারণত ১৪৫০ স্কেলে করা হয়। কিন্তু ডিটেইলসমূহ ১৪২০ অথবা ১৪১০ স্কেলে করা হয়।

 

সার্ভেয়িং ১ সূচিপত্র

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

একটি ভবনের প্লাম্বিং ড্রয়িং সেট-এ নিম্নোক্ত ড্রয়িংসমূহ থাকে

  • প্লাম্বিং লে আউট (Plumbing Layout)
  • টয়লেট ডিটেইল (Toilet Detail )
  • কিচেন ডিটেইল (Kitchen Detail )
  • রুফ ড্রেনেজ বা প্ল্যান ( Roof Drainage Plan)

ইলেকট্রিক্যাল ড্রয়িং (Electrical Drawing)

কাঠামো নির্মাণে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত যে সকল ড্রয়িং বা ড্রয়িং-এর সেট প্রস্তুত করা হয় যেমন- ইলেকট্রিক্যাল লে আউট ইত্যাদি ড্রয়িংকে ইলেকট্রিক্যাল ড্রয়িং (Electrical Drawing) বলে। ইলেকট্রিক্যাল ড্রয়িং-এ সাধারন ক্ষেত্রে বিভিন্ন ফ্লোরের ইলেকট্রিক্যাল লে আউট করার প্রয়োজন হয়ে থাকে। সাধারণত ১৪৫০ স্কেলে করা হয়।

একটি ভবনের প্রেজেন্টেশন ড্রয়িং (Presentation Drawing)

সেট-এ নিমাক্তে ড্রয়িংসমূহ থাকে।

  • রেন্ডারিংসহ ফ্লোর প্ল্যান সমূহ (Floor Plans with Rendering )
  • আসবাব বা ফার্নিচার লে-আউট প্ল্যান (Furniture Layout Plan
  • রেন্ডারিংসহ এলিভেশন সমূহ (Elevations with Rendering)
  • সেকশন সমূহ (Section )
  • পার্সপেক্টিভ দৃশ্য (Perspective View )
  • পার্কিং লে আউট (Parking Layout)
  • সাইট প্ল্যান (Site Plan )

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. স্থাপত্যিক ড্রয়িং কত প্রকার ও কী কী?

২. ওয়ার্কিং ড্রয়িং কোন ক্ষেপে করা হয়?

৩. গ্লাসিং ড্রয়িং সেটে কী কী ড্রয়িং থাকে লেখ।

সংক্ষিপ্ত প্রশ্ন

১. প্রেজেন্টেশন ও প্রিলিমিনারি বা প্রাথমিক ড্রয়িং-এর পার্থক্য লেখ।

২. ইলেকট্রিক্যাল ড্রয়িং বলতে কী বোঝায়?

৩. স্ট্রাকচারাল ড্রয়িং সেটে কী কী ড্রয়িং থাকে লেখ।

৪. প্রেজেন্টেশন ড্রয়িং সেটে কী কী ড্রয়িং থাকে লেখ ।

রচনামূলক প্রশ্ন

১. বিভিন্ন প্রকার আর্কিটেকচারাল ড্রয়িং-এর চিত্রসহ বর্ণনা দাও।

২. ওয়ার্কিং ড্রয়িং বলতে কি বোঝায়, চিত্রসহ বর্ণনা দাও।

৩. প্ল্যান এলিভেশন ও সেকশনের চিত্রসহ বর্ণনা দাও।

Leave a Comment